আন্তর্জাতিক ২১ জানুয়ারী ২০২৫

বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে আসার ঘোষণা ট্রাম্পের

post

আন্তজার্তিক ডেস্ক

টিভি নাইনটিন অনলাইন

যুক্তরাষ্ট্রঃ প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পরপরই কয়েক ডজন নির্বাহী আদেশে সই করেছেন ডোনাল্ড ট্রাম্প। পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করার জন্য একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন তিনি।স্থানীয় সময় সোমবার (২০ জানুয়ারি) ওভাল অফিসে এ সংক্রান্ত এক আদেশে স্বাক্ষর করেন তিনি।পরে এ নিয়ে ট্রাম্প বলেন, ‘ওহ, এটা একটা বড় পদক্ষেপ। সংস্থাটি করোনা মহামারি এবং আরও আন্তর্জাতিক স্বাস্থ্য সংকট মোকাবিলায় ব্যর্থ হয়েছে।’ডোনাল্ড ট্রাম্প বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিতে পারেন এমন আলোচনা আগেই ছিল। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পরপরই এ সংক্রান্ত এক নির্বাহী আদেশে সই করেছেন তিনি।বিশ্ব সাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে যাওয়ার কারণ হিসেবে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট বলেন, অন্যান্য দেশের তুলনায় মার্কিন যুক্তরাষ্ট্রকে বৈশ্বিক এই সংস্থাটিতে বেশি অর্থ দিতে হয়।এদিকে ট্রাম্পের এমন আদেশের বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি ডব্লিউএইচও।এছাড়া প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসার নির্বাহী আদেশেও সই করেছেন ট্রাম্প।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner