বাংলাদেশ ২০ জানুয়ারী ২০২৫

গোলাপের যুক্তরাষ্ট্রের ৯টি স্থাবর সম্পদ জব্দের আদেশ

post

নিউজ ডেস্ক

টিভি নাইনটিন অনলাইন

ঢাকাঃ আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য আবদুস সোবহান গোলাপ এবং তার পরিবারের নামে থাকা যুক্তরাষ্ট্রে ৯টি স্থাবর সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে ৫৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেয়া হয়েছে। ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত আজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।জব্দ হওয়া স্থাবর সম্পদ ও অবরুদ্ধ ব্যাংক হিসাবের মধ্যে গোলাপ, তার স্ত্রী গুলশান আরা মিয়া, ছেলে ইভান সোবহান মিয়া ও মেয়ে আনিশা গোলাপ মিয়ার নাম রয়েছে। এর মধ্যে আবদুস সোবহান গোলাপ ও তার স্ত্রী-সন্তানদের নামে থাকা মিরপুরের একটি পাঁচতলা বাড়ি। এর বাইরে যুক্তরাষ্ট্রে ৯টি স্থাবর সম্পদ জব্দের আদেশ দেওয়া হয়েছে। এর মধ্যে আটটি হচ্ছে সিঙ্গেল রেসিডেনসিয়াল কন্ডো ইউনিট। আরেকটি হচ্ছে ডুয়েল ফ্যামিলি ইউনিট।এর বাইরে আবদুস সোবহান গোলাপ, তার স্ত্রী ও সন্তানদের নামে থাকা ৫৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। এর আগে গত ২ অক্টোবর তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন একই আদালত।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner