আন্তর্জাতিক ১১ জানুয়ারী ২০২৫

নিষেধাজ্ঞা আরোপের কারণে পুতিন কঠিন অবস্থায় পড়েছেন: বাইডেন

post

নিউজ ডেস্ক

টিভি নাইনটিন অনলাইন

যুক্তরাষ্ট্রঃ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার বলেছেন, ইউক্রেনে আগ্রাসনের কারণে রাশিয়ার জ্বালানি খাতের বিরুদ্ধে ওয়াশিংটন এবং লন্ডন কঠোর নিষেধাজ্ঞার চাপে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন "কঠিন অবস্থায়" পড়েছেন। ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানায়।বাইডেন হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেন, "পুতিন এখন কঠিন অবস্থায় আছেন এবং আমি মনে করি, তিনি যে ভয়াবহ কাজগুলো করে চলেছেন তা চালিয়ে যাওয়ার জন্য তার কোনও শ্বাস-প্রশ্বাসের জায়গা নেই।’বাইডেন আরও বলেন, ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের মাত্র কয়েক দিন বাকি আছে, যদি পশ্চিমা সমর্থন অব্যাহত থাকে তবে "ইউক্রেন জয়ী হওয়ার প্রকৃত সম্ভাবনা" রয়েছে।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner