বাংলাদেশ ১০ জানুয়ারী ২০২৫

জামায়াতের সঙ্গে বিএনপির দূরত্ব নেই: নজরুল ইসলাম খান

post

নিউজ ডেস্ক

টিভি নাইনটিন অনলাইন

ঢাকাঃ জামায়াতের সঙ্গে বিএনপির দূরত্ব বাড়েনি বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।শুক্রবার (১০ জানুয়ারি)  সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ১২ দলীয় জোটের বৈঠক শেষে তিনি এ কথা বলেন।সম্প্রতি জামায়াতের সঙ্গে বিএনপির দূরত্ব বাড়ছে বলে মনে করছেন অনেকে। এই দূরত্ব কমাতে বিএনপি কোনো উদ্যোগ নেবে কি না জানতে চাইলে তিনি বলেন, এমন কোনো দূরত্বের কিছু নেই। তারাও গণতন্ত্র চায়, নির্বাচন চায়, মানুষের অধিকারের কথা বলে—আমরাও বলি। কিন্তু যদি কেউ কখনো বলে আরকি যে, শুধু তারা দেশপ্রেমিক, তাহলে তো আমাদের কষ্ট লাগবেই। আমরা তো বলবোই, ভাই কথাটা ঠিক না, আমরা সবাই দেশপ্রেমিক। আমরা আশা করব, এ রকম কথা কেউ না বলুক।বিভিন্ন দল ও জোটের সঙ্গে বৈঠক করছে বিএনপি। জামায়াতের সঙ্গে বৈঠকের কোনো সম্ভাবনা আছে কি না জানতে চাইলে নজরুল ইসলাম খান বলেন, জামায়াতের সঙ্গে ফরমালি যুগপৎ আন্দোলনে আমরা ছিলাম না। জোটে ছিলাম আমরা, কিন্তু যুগপৎ আন্দোলনে আমাদের সব কর্মসূচি, আর জামায়াতের সব কর্মসূচি এক রকম ছিল না। তারা আন্দোলনে ছিলেন। আমরা আশা করবো, আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সবাই আমরা থাকবো, তারাও থাকবে।এ সময় জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ অন্তর্বর্তীকালীন সরকারকে ন্যূনতম সংস্কার করে নির্বাচন আয়োজনের আহ্বান জানান।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner