নিউজ ডেস্ক
টিভি নাইনটিন অনলাইন
ঢাকাঃ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সঙ্গে আগামীকাল রোববার রাতে দলটির জাতীয় স্থায়ী কমিটি সদস্যরা সাক্ষাৎ করবেন।বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান আজ শনিবার রাতে বাসসকে এ তথ্য জানিয়ে বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সঙ্গে আগামীকাল রোববার রাত ৮টায় চেয়ারপার্সনের গুলশানের বাসভবন ‘ফিরোজা’তে দলটির স্থায়ী কমিটির সদস্যরা সাক্ষাৎ করবেন।বিএনপির দলীয় সূত্র জানিয়েছে, চিকিৎসার জন্য দলীয় চেয়ারপার্সনের এ সপ্তাহে বিদেশে যাওয়ার কথা রয়েছে। তাঁর বিদেশ যাওয়ার আগে দলটির সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরামের সদস্যরা এই সাক্ষাৎ করবেন।