নিউজ ডেস্ক
টিভি নাইনটিন অনলাইন
ঢাকাঃ বাংলাদেশ সচিবালয়ে নিরাপত্তার দায়িত্বে থাকা সেনাবাহিনীর সদস্যদের প্রত্যাহার করা হয়েছে।তারা সচিবালয়ের ভেতরে এখন নিয়মিত ডিউটি করবেন না। তবে কয়েক দফায় টহল কার্যক্রম চলমান থাকবে।সোমবার (৩০ ডিসেম্বর) সচিবালয়ের দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।সূত্র জানিয়েছে, রবিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় সেনা সদস্যদের প্রত্যাহার করে নেওয়া হয়েছে। কী কারণে তাদের প্রত্যাহার করা হয়েছে এ বিষয়ে এখনও কিছুই জানা যায়নি। এখন থেকে সেনাবাহিনীর সদস্যরা সচিবালয়ে রেগুলার ডিউটি করবেন না। সূত্র আরও জানিয়েছে, সেনাবাহিনীর সদস্যরা কখন কখন টহল দেবেন তা ঊর্ধ্বতন কর্মকর্তারা ঠিক করবেন।