নিউজ ডেস্ক
টিভি নাইনটিন অনলাইন
ঢাকাঃ নির্বাচন সংস্কার কমিটির চেয়ারম্যান বদিউল আলম মজুমদার বলেছেন, নির্বাচনে যারা অন্যায় করেছে, তাদের বিচারের আওতায় এনে এবং নিরপেক্ষ বিচারের মাধ্যমে তাদের শাস্তি প্রদান করার দাবি এসেছে। তিনি বলেন, যারাই নির্বাচনে অপরাধ করেছে, নির্বাচনকে বিতর্কিত করেছে, কারচুপিকে আশ্রয় দিয়েছে, তাদের অবশ্যই বিচারের আওতায় আনা উচিত। এ বিষয়ে সুপারিশ করা হবে।বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্বাচনব্যবস্থা সংস্কার বিষয়ে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।বদিউল আলম মজুমদার বলেন, আজকে আমরা রাষ্ট্রের নাগরিক হিসেবে এখানে আলোচনা করেছি। আমাদের নির্বাচনী ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে। নির্বাচন নির্বাসনে চলে গেছে। সমাজের বিভিন্ন স্তর থেকে আসা ব্যক্তিদের মতামত নিয়েছি। এরই মধ্যে বিভিন্ন জায়গায় আমরা যতগুলো সংলাপ করেছি, এটাই বোধ হয় সবচেয়ে দীর্ঘ সংলাপ। আজকের আলোচনাটা খুব জমেছে। সবাই না বললেও অনেকে মন খুলে বলেছেন।তিনি বলেন, বিদেশে থাকা নাগরিকদের ভোটাধিকারের সুযোগ দিতে হবে। নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ও শক্তিশালী করা, ভোটার তালিকা করা, সংসদের আপার হাউস (উচ্চকক্ষ), লোয়ার হাউস (নিম্নকক্ষ), রাষ্ট্রপতি নির্বাচন, বিভিন্ন দলের নিবন্ধন, নির্বাচনী অপরাধ, আচরণবিধি, গণমাধ্যম আচরণবিধিসহ নির্বাচন প্রাসঙ্গিক যেগুলো নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ভূমিকা রাখতে পারে, সেসব বিষয় নিয়ে তারা আলোচনা করেছেন এবং মতামত নিচ্ছেন। আর এই বিষয়গুলো নিয়েই তারা সুপারিশ করবেন।তিনি আরও বলেন, এই মাসের মধ্যেই আমরা নির্বাচনী সংস্কারের প্রস্তাবগুলো জমা দেব। আমাদের কাজ হলো টেকনিক্যাল। আমরা মতামত নিয়ে যে প্রস্তাবগুলো করব, সেগুলোর কতগুলো নির্বাচন কমিশন বাস্তবায়ন করবে। কিছু বাস্তবায়ন করবে সরকার, রাজনৈতিক দলসহ সবাই করবে।