অর্থনীতি ১৬ ডিসেম্বর ২০২৪

১৪ দিনে রেমিট্যান্স এলো সাড়ে ১৬ হাজার কোটি টাকা

post

নিউজ ডেস্ক

টিভি নাইনটিন অনলাইন

ঢাকাঃ চলতি ডিসেম্বর মাসের প্রথম ১৪ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৩৮ কোটি ১৩ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬ হাজার ৫৭৬ কোটি টাকা (প্রতি ডলার ১২০ টাকা ধরে)।বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, দৈনিক গড়ে রেমিট্যান্স এসেছে ৯ কোটি ৮৭ লাখ ডলার বা প্রায় ১ হাজার ১৮৪ কোটি টাকা।এ ধারা অব্যাহত থাকলে চলতি মাসে রেমিট্যান্স আয়ের নতুন রেকর্ড ছুঁতে পারে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।ডিসেম্বরের প্রথম ১৪ দিনের রেমিট্যান্সের মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৪ কোটি ৭৬ লাখ ডলার, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৬ কোটি ৯৪ লাখ ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ৮৬ কোটি ডলার এবং বিদেশি ব্যাংকের মাধ্যমে দেশে এসেছে ৩৮ লাখ ৮০ হাজার ডলার।এর মধ্যে ৮ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত দেশে এসেছে ৭৬ কোটি ৪৯ লাখ ১০ হাজার ডলার রেমিট্যান্স, যা আগের সপ্তাহের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি।চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা দেখা যাচ্ছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা গেছে। প্রবাসীদের আস্থা ফিরিয়ে আনার পাশাপাশি প্রণোদনা নীতিমালায় স্থিতিশীলতা রেমিট্যান্স প্রবাহ বাড়াতে সহায়তা করেছে বলে মনে করছেন অর্থনীতি বিশ্লেষকরা।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner