আন্তর্জাতিক ১৩ ডিসেম্বর ২০২৪

ফের টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ ডোনাল্ড ট্রাম্প

post

নিউজ ডেস্ক

টিভি নাইনটিন অনলাইন

যুক্তরাষ্ট্রঃ যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রভাবশালী সাময়িকী টাইম ম্যাগাজিনের এবারের ‘বর্ষসেরা ব্যক্তি’ নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) পারসন অব দ্য ইয়ার ঘোষণা করে টাইম ম্যাগাজিন। এ নিয়ে দ্বিতীয়বারের মতো টাইমের বর্ষসেরা ব্যক্তিত্ব নির্বাচিত হলেন ট্রাম্প। খবর রয়টার্সের।টাইমের প্রধান সম্পাদক স্যাম জ্যাকবস পাঠকদের কাছে লেখা এক বার্তায় বলেছেন, “ঐতিহাসিক প্রত্যাবর্তন, এক প্রজন্মে দেখা পাওয়া যায় এমন রাজনৈতিক পুনর্গঠন, আমেরিকান প্রেসিডেন্সির পুনর্নির্মাণ এবং বিশ্বে আমেরিকার ভূমিকা পরিবর্তন করার জন্য ডোনাল্ড ট্রাম্প টাইমের ২০২৪ সালের বর্ষসেরা ব্যক্তিত্ব।ট্রাম্প ‘ভালো কিংবা মন্দ’ যাই হোক না কেন, ২০২৪ সালে গণমাধ্যমের খবরে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছেন বলে ওই চিঠিতে উল্লেখ করা হয়।এর আগে ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো ডোনাল্ড ট্রাম্প টাইমের বর্ষসেরা ব্যক্তিত্ব নির্বাচিত হয়েছিলেন।প্রভাবশালী মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিন ১৯২৭ সাল থেকে বর্ষসেরা ব্যক্তির খেতাব দেওয়া শুরু করে। সাময়িকীটি তখন থেকে এমন ব্যক্তি বা আন্দোলনকে স্বীকৃতি দেয়, যারা বিশ্বজুড়ে ‘ভালো কিংবা খারাপের জন্য’ সারা বছরের ঘটনাপ্রবাহে সবচেয়ে বেশি প্রভাব ফেলেন।অতীতে জলবায়ু আন্দোলন কর্মী গ্রেটা থুনবার্গ, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জুকারবার্গ, পোপ ফ্রান্সিস এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও টাইমের বর্ষসেরা নির্বাচিত হয়েছিলেন।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner