বাংলাদেশ ১১ ডিসেম্বর ২০২৪

বাংলাদেশের জন্য এডিবির ৬০ কোটি ডলার ঋণ অনুমোদন

post

নিউজ ডেস্ক

টিভি নাইনটিন অনলাইন

ঢাকাঃ বাংলাদেশকে বাজেট সহায়তা হিসাবে ৬০ কোটি ডলার ঋণ অনুমোদন দিয়েছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)। স্থানীয় মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় প্রায় ৬ হাজার ৬০০ কোটি টাকা। এই অর্থে সরকার গার্হস্থ্য সম্পদের গতিশীলতা, সরকারি বিনিয়োগের দক্ষতা বাড়াতে কাঠামোগত সংস্কারের ভূমিকা রাখবে। প্রকল্প, বেসরকারি খাতের উন্নয়ন, রাষ্ট্রীয় মালিকানাধীন উদ্যোগের সংস্কার এবং স্বচ্ছতা ও সুশাসনের প্রচারেও ভূমিকা রাখবে। আজ বুধবার (১১ ডিসেম্বর) এই ঋণ অনুমোদন করেছে সংস্থাটির বোর্ড। এডিবির ঢাকা কার্যালয়ের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।এডিবির আঞ্চলিক প্রধান অর্থনীতিবিদ আমিনুর রহমান বলেছেন, বাংলাদেশের রাজনৈতিক উত্তরণের পর দেশটির তাৎক্ষণিক উন্নয়ন অর্থায়নের প্রয়োজনে সাড়া দিয়েছে এডিবি। সংস্কারের লক্ষ্য অর্থনৈতিক ব্যবস্থাপনা ও শাসনের উন্নতির পাশাপাশি অর্থনৈতিক বৈচিত্র্যায়ন এবং প্রতিযোগিতার সক্ষমতা বাড়াতে কাজ করছে এডিবি। এর অংশ হিসাবে বাজেট সহায়তার প্রোগ্রামটি আন্তর্জাতিক মুদ্রা তহবিল, বিশ্বব্যাংক এবং অন্যান্য উন্নয়ন সহযোগীদের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতায় তৈরি করা হয়েছিল।বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ রাজস্ব সংগ্রহের সঙ্গে লড়াই করছে। কারণ এটি বিশ্বের সর্বনিম্ন কর সংগ্রহকারী দেশের একটি। এই ঋণ বাংলাদেশকে স্বচ্ছতা ও জবাবদিহিতা উন্নত করার পাশাপাশি দেশীয় সম্পদ সংগ্রহ বাড়ানোর লক্ষ্যে মূল নীতিগত পদক্ষেপ প্রবর্তন করতে সহায়তা করবে।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner