নিউজ ডেস্ক
টিভি নাইনটিন অনলাইন
ঢাকাঃ বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে শিক্ষার্থী খালিদ হাসানকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় রিমান্ড শেষে ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য মো. সোলাইমান সেলিমকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাগীব নূরের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।দুপুরে রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হলে তদন্তকারী কর্মকর্তা তাকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন ।এ সময় আসামিপক্ষ জামিনের আবেদন করেন ও রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।গত ১৩ নভেম্বর সন্ধ্যায় রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে সেলিমকে গ্রেফতার করে র্যাব-২। পরবর্তীতে ২৭ নভেম্বর এ মামলায় তার চারদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে চকবাজার থানার রাকিব হাওলাদার হত্যা মামলায় তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।খালিদ হত্যা মামলার অভিযোগে বলা হয়, গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় লালবাগের আজিমপুর সরকারি আবাসিক এলাকায় আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় তার বাবা কামরুল হাসান বাদী হয়ে গত ১৯ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫২ জনের বিরুদ্ধে লালবাগ থানায় হত্যা মামলা করেন।