বাংলাদেশ ০৭ ডিসেম্বর ২০২৪

'প্রধান উপদেষ্টার সঙ্গে ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিজ-এর প্রতিনিধি দলের সাক্ষাৎ'

post

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিজ-এর একটি প্রতিনিধি দল।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর ) সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় ৩০ জনের একটি প্রতিনিধিদল বৈঠকে অংশ নেন। এর মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, দুবাই, কানাডা, অস্ট্রেলিয়া, মালেশিয়া গ্রিস ও কম্বোডিয়ার প্রতিনিধিরা ছিলেন।

তারা প্রধান উপদেষ্টার প্রতি পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন এবং প্রবাসীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় বিভিন্ন দাবির বিষয়ে সংক্ষেপে আলোচনা করেন। লিখিতভাবে তাদের বক্তব্য ও দাবিগুলো প্রধান উপদেষ্টার কাছে পেশ করেন তারা। 

প্রবাসীদের দীর্ঘ দিনের দাবী ও প্রবাসে বসবাসরত বিভিন্ন বিশেষজ্ঞগণ কীভাবে বাংলাদেশ সরকারকে সহযোগিতা করতে পারে এ ব্যাপারে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ভয়েস ফর বাংলাদেশিজ এর প্রেসিডেন্ট শিক্ষাবিদ ড: হাসনাত হোসাইন এম বি ই’র প্রচেষ্ঠা ও যোগাযোগে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ড: ইউনুসের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

উল্লেখ্য ড: হোসাইন হঠাৎ অসুস্থ হয়ে বাংলাদেশে আসতে না পারায় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংগঠনটির ভাইস প্রেসিডেন্ট মাহিদুর রহমান।শুরুতেই 

সঙ্গঠনের সভাপতি ডক্টর হাসনাতের লিখিত বক্তব্য ডক্টর ইউনূসের সামনে পড়ার মাধ্যমে সভার কাজ শুরু হয়।

প্রতিনিধিদলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘আপনাদের সঙ্গে আলোচনার সূত্রপাত হলো। সময়ের স্বল্পতায় অনেক কথা বলা হলো না। ছোট করে শুনলাম। লিখিত পত্র থেকে বিস্তারিত জানব। এগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা হবে।’

যুক্তরাজ্যসহ আন্তজার্তিক পরিমন্ডলে বাংলাদেশ সম্পর্কে সত্য তথ্য তুলে ধরতে প্রতিনিধিদলের প্রতি আহ্বান জানান তিনি। তিনি জুলাই গণ অভ্যূত্থানের অমর স্মৃতি রাজপথের দেয়াল গ্রাফিতির একটি স্মারক গ্রন্থ তাঁর অটোগ্রাফ সহ ড: হাসনাতের জন্য হস্তান্তর করেন।

সভায় আরও ছিলেন সংগঠনের ডিজি ও লন্ডন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র আ ম অহিদ আহমদ, ডাইরেক্টর লিগ্যাল এফেয়ার্স ব্যারিষ্টার নজরুল খসরু,ডাইরেক্টার মিডিয়া এফেয়ার্স কে এম আবু তাহের চৌধুরী,ডাইরেক্টর ইন্টারন্যাশনাল এফেয়ার্স শামসুল আলম লিটন,ডাইরেক্টর একাডেমিক এফেয়ার্স আবদুল কাদির সালেহ, ডাইরেক্টর কমিউনিটি এফেয়ার্স আবদুল লতিফ জে পি,এক্সিকিউটিভ ডাইরেক্টর শরাফত হোসেন বাবু, Executive Director ড: হোমায়ের চৌধুরী, ব্যারিষ্টার নজির আহমদ Executive Director মাহবুব আলম শাহ, Executive ডিরেক্টর ব্যারিষ্টার আফজাল জামি, ডা: সারওয়াত বারী, Neuro Consultant ডাক্তার আহসান মহম্মদ হাফিজ, IT বিশেষজ্ঞ Engineer জনাব জিয়া উদ্দিন, মাওলানা এ কে মওদুদ হাসান, মিসেস দিলরুবা আজিজ, investor জনাব গুলাম আরহাম, Malaysian Dato Eng Ekram, Md Rakibe Hossain Cambodia প্রমুখ।তারা শিক্ষা, স্বাস্থ্য, জুডিশিয়ারী,প্রবাসীদের সমস্যা ও দাবী,স্থানীয় সরকার, আন্তর্জাতিক সম্পর্ক,ইনভেস্টমেন্ট.এনার্জি সেক্টর ও পানি ব্যবস্থাপনা সহ মোট ১২ টি বিষয় তুলে ধরেন এবং তাদের রিসার্চ প্রপোজাল ও রিকমেন্ডেসনের হান্ডাউট প্রধান উপদেষ্ঠার নিকট হস্তান্তর করেন।প্রেস বিজ্ঞপ্তি :


আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner