আন্তর্জাতিক ০৬ ডিসেম্বর ২০২৪

ম্যাক্রোঁ শিগগির প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করবেন

post

ফরাসি প্রধানমন্ত্রী আস্থা ভোটে হেরে যাওয়ার পর গতকাল বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে খুব শিগগির নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করবেন বলে জানিয়েছেন।বুধবার আস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ের পদত্যাগ করার পর জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তবে তিনি নিজের পদত্যাগের দাবি প্রত্যাখ্যান করেছেন।স্কাই নিউজ ও আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ফ্রান্সের রাজধানী প্যারিসে টেলিভিশনে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রেসিডেন্ট।ভাষণে তিনি জানিয়েছেন,কয়েক দিনের মধ্যে নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করা হবে।কারণ, তার দেশে রাজনৈতিক অচলাবস্থা চলতে পারে না।এর আগে মাত্র তিন মাসের মাথায় প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে পার্লামেন্টে আস্থা ভোটে হেরে পদত্যাগ করেন।তার বিরুদ্ধে অভিযোগ ছিল দেশের সামাজিক নিরাপত্তা বাজেট নিয়ে তিনি বিশেষ ক্ষমতা প্রয়োগ করেছিলেন। এনিয়ে বেশকিছু দিন ধরে ফ্রান্সে রাজনৈতিক অচলাবস্থা চলছিল।দেশের পরবর্তী বাজেট পাস করা নিয়ে আরো অচলাবস্থা দেখা দেয়। এক পর্যায়ে বিরোধী দলীয় এমপিরা বার্নিয়ে সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনলে তিনি হেরে যান।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner