বাংলাদেশ ০৩ ডিসেম্বর ২০২৪

সীমান্তে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বিজিবি প্রস্তুত

post

নিউজ ডেস্ক

টিভি নাইনটিন অনলাইন

ঢাকাঃ সীমান্তে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) সম্পূর্ণ প্রস্তুত ও সতর্ক রয়েছে বলে জানিয়েছে বিজিবি সদর দফতর।মঙ্গলবার (০৩ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।বিঞ্জপ্তিতে বলা হয়, সীমান্তে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কিংবা অপতৎপরতা রোধে বিজিবি সম্পূর্ণ প্রস্তুত ও সতর্ক রয়েছে।উল্লেখ্য, প্রতিবেশী দেশ ভারতের আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা চালানো হয়। এরপরই ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ করেছে বাংলাদেশের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষেরা। এছাড়া হাই কমিশনে হামলার কারণে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিবৃতির মাধ্যমে প্রতিক্রিয়াও জানানো হয়েছে। 

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner