বাংলাদেশ ০৩ ডিসেম্বর ২০২৪

দেশে বর্তমানে বেকারত্বের হার ৩.৩৫ শতাংশ

post

নিউজ ডেস্ক

টিভি নাইনটিন অনলাইন

ঢাকাঃ বাংলাদেশের বেকারত্বের হার কমে সন্তোষজনক অবস্থানে এসেছে বলে উঠে এসেছে সরকারি জরিপে। দশ বছরে তথা ২০১৩ সালে বাংলাদেশে বেকারত্বের হার যেখানে ছিল ৪ দশমিক ৩ শতাংশ, ২০২৩ সালে এসে এ বেকারত্ব এসে দাঁড়াল ৩ দশমিক ৫ শতাংশে। এ সময় যুব বেকারত্বও উল্লেখযোগ্য হারে কমেছে।গতকাল সোমবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত শ্রমশক্তি জরিপ ২০২৩-এর প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। জরিপে উঠে এসেছে কর্মে নিয়োজিত ব্যক্তিদের আয়ের তথ্য। দেশের কর্মে নিয়োজিত ব্যক্তিরা সপ্তাহে গড়ে কাজ করেন ৪৭ ঘণ্টা। তবে এটি শিল্পকারখানায় কাজ করা কর্মীদের ক্ষেত্রে সবচেয়ে বেশি, সপ্তাহে গড়ে ৫৩ ঘণ্টা। কৃষি খাতে গড় কর্মঘণ্টা সবচেয়ে কম, ৩৮ এবং সেবা খাতে গড় কর্মঘণ্টা ৫১। গ্রাম ও শহরের কর্মঘণ্টায়ও তফাৎ অনেক। গ্রামে কর্মে নিয়োজিতদের গড় কর্মঘণ্টা ৪৫ এবং শহরে সপ্তাহে ৫১ ঘণ্টা।২০১৪ সালের নির্বাচনে কারচুপিতে পূর্ণ সহযোগিতা আমলাদের২০১৪ সালের নির্বাচনে কারচুপিতে পূর্ণ সহযোগিতা আমলাদেরশ্রমশক্তি জরিপে বলা হয়েছে, কর্মে নিয়োজিত ব্যক্তিদের মধ্যে যারা শুধু বেতন বা মজুরির বিনিময়ে কর্মরত তাদের (বেতন বা মজুরি) গড় মাসিক আয় ১৩ হাজার ৮৬৫ টাকা। এর মধ্যে পুরুষরা আয় করে ১৪ হাজার ৪৮৯ এবং নারীরা ১০ হাজার ৮৩১ টাকা।স্তরভেদে এ বেতনের কাঠামো আলাদা। এতে বলা হচ্ছে, যারা ব্যবস্থাপক বা কর্মকর্তা পর্যায়ে রয়েছেন, তাদের বেতন কর্মীদের তুলনায় অনেক বেশি। ব্যবস্থাপক বা কর্মকর্তা পর্যায়ে নিয়োজিত ব্যক্তিদের গড় মাসিক আয় সবচেয়ে বেশি ৩৩ হাজার ৮৬৮ এবং সর্বনিম্ন প্রাথমিক পেশা ব্যক্তিদের ৯ হাজার ৩০১ টাকা। শহরাঞ্চলে বেতন বা মজুরির বিনিময়ে কর্মরতদের গড় মাসিক আয় ১৫ হাজার ৯০৩ এবং গ্রাম এলাকায় তা ১২ হাজার ৫৬৬ টাকা।জরিপে ১৫ বছর এবং তদূর্ধ্ব বয়সী বেকার জনসংখ্যা প্রাক্কলন করা হয়েছে ২৪ লাখ ৬০ হাজার। তবে এর মধ্যে বেকার পুরুষ রয়েছে ১৬ লাখ ৪ হাজার,  যেখানে দেশে বেকার নারী ৮ লাখ ২০ হাজার। তবে শহরের তুলনায় গ্রাম এলাকায় বেকারত্ব বেশি। গ্রাম এলাকায় বেকার জনগোষ্ঠী ১৬ লাখ ৬০ হাজার এবং শহরে এ ধরনের বেকার জনগোষ্ঠী ৮ লাখ।আইএলওর সংজ্ঞা অনুসারে, যারা কর্মক্ষম এবং কোনো কাজে নিয়োজিত নয়, নির্দিষ্ট সময়ে কাজ খুঁজে বেড়ায় এবং ওই সময়ে কাজের সুযোগ পেলে সে কাজ করতে বা যোগদানে প্রস্তুত থাকে মূলত সেসব ব্যক্তিকে বেকার বলা হয়।দেশে বেকারত্বের হার ৩ দশমিক ৩৫ শতাংশ। নারীদের বেকারত্বের হার ৩ দশমিক ২৩ শতাংশ, যা প্রায় পুরুষদের বেকারত্বের হার ৩ দশমিক ৪১ শতাংশের সমান।জরিপে ১৫ থেকে ২৯ বছর বয়সীদের যুব হিসেবে বিবেচনা করা হয়েছে। জরিপের ফল অনুযায়ী, ২০২৩ সালে দেশে মোট যুব শ্রমশক্তি ২ কোটি ৬৭ লাখ ৬০ হাজার। এ যুব জনগোষ্ঠীর মধ্যে পুরুষ ১ কোটি ৩৬ লাখ আর নারী ১ কোটি ৩১ লাখ ৬০ হাজার।ত্রিপুরায় বাংলাদেশিদের জন্য সব হোটেল বন্ধ, মিলবে না খাবারওত্রিপুরায় বাংলাদেশিদের জন্য সব হোটেল বন্ধ, মিলবে না খাবারওএতে উঠে এসেছে, মোট শ্রমশক্তির মধ্যে যুব শ্রমশক্তি ৩৬ দশমিক ৪৪ শতাংশ। যুব শ্রমশক্তি গ্রাম এলাকায় ৩৮ দশমিক ৬৪ শতাংশ এবং শহর এলাকায় ৩০ দশমিক ১২ শতাংশ।যুব শ্রমশক্তির মধ্যে ২ কোটি ৪৮ লাখ ২০ হাজার যুবকর্মে নিয়োজিত ছিল যাদের মধ্যে পুরুষ ১ কোটি ২৩ লাখ ও নারী ১ কোটি ২৫ লাখ ৩০ হাজার। যুব শ্রমশক্তির মধ্যে ২৪ লাখ ৬০ হাজার যুব বেকার, যেখানে পুরুষ ১৬ লাখ ৪০ হাজার এবং নারী ৮ লাখ ২০ হাজার।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner