বাংলাদেশ ২৮ নভেম্বর ২০২৪

রংপুর থেকে আমাকে উপদেষ্টা ভাবুন : ড. ইউনূস

post

নিউজ ডেস্ক

টিভি নাইনটিন অনলাইন

ঢাকাঃ অন্তবর্তী সরকারে উত্তরাঞ্চল তথা রংপুর অঞ্চল থেকে উপদেষ্টা নেই একজনও। এতে ক্ষুব্ধ উত্তরাঞ্চলের মানুষ। এনিয়ে অবরোধসহ বিভিন্ন আন্দোলন করে আসছে সাধারণ ছাত্র-জনতা। এমন প্রেক্ষাপটে নিজেকে রংপুর থেকে  উপদেষ্টা হিসেবে ভাবার কথা বললেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।জুলাইয়ের অভ্যুত্থানে শহীদ আবু সাঈদের সাহসিকতা ও ত্যাগে গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি নিজেকে রংপুরের সন্তান হিসেবে মনে করেন। তিনি বলেন, ‘রংপুর থেকে আমাকে উপদেষ্টা ভাবুন।’বৃহস্পতিবার (২৮ নভেম্বর) আবু সাঈদের পরিবারের সদস্যদের ঢাকার তাজগাঁও অফিসে স্বাগত জানিয়ে এসব কথা বলেন অধ্যাপক ইউনূস। এসময় রংপুরের প্রতি তার আন্তরিক ভালোবাসা এবং ওই অঞ্চলের সঙ্গে তার বিশেষ সম্পর্কের কথা তুলে ধরে।একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের সনদটি আবু সাঈদের পরিবারের হাতে তুলে দেন। সনদটি পরিবারের পক্ষ থেকে গ্রহণ করেন শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন আবু সাঈদের ভাতিজা মো. লিটন মিয়া।অধ্যাপক ইউনুস আবু সাঈদের মা-বাবার স্বাস্থ্যের খোঁজ-খবর নিয়ে তাদের প্রতি সরকারের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রদান করেন।উল্লেখ্য, অন্তবর্তী সরকারে উত্তরাঞ্চল তথা রংপুর অঞ্চল থেকে উপদেষ্টা করার দাবিতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধসহ বিভিন্ন আন্দোলন করে আসছে সাধারণ ছাত্র-জনতা।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner