নিউজ ডেস্ক
টিভি নাইনটিন অনলাইন
ঢাকাঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’র প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় গণআন্দোলন চলাকালে পুলিশের গুলিতে আহত রানাকে চিকিৎসা সহায়তা দিয়েছে ‘আমরা বিএনপি পরিবার’।আজ শুক্রবার ‘আমরা বিএনপি পরিবার’র সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে ‘আমরা বিএনপি পরিবার’র একটি প্রতিনিধি দল আহত রানার খোঁজ-খবর নিতে রাজধানীর শ্যামলীর ২ নং রোডে অবস্থিত রানার বাসায় যান।এ সময় প্রতিনিধি দলের সদস্যরা আহত রানার মায়ের সাথে কথা বলেন এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেন। ‘আমরা বিএনপি পরিবার’র সদস্য শাহাদত হোসেন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক যুগ্ম-সম্পাদক নাহিয়ান হোসেন, ছাত্রদল নেতা মিজানুর রহমান রনি, শারিফুল ইসলাম, মিসবাহ, রুবেল প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।উল্লেখ্য, ছাত্র-জনতার গণআন্দোলন চলাকালে গত ৫ আগস্ট (ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশ থেকে পলায়নের দিন) দুপুরে রানা রাজধানীর শ্যামলী এলাকায় পুলিশের গুলিতে আহত হয়।