নিউজ ডেস্ক
টিভি নাইনটিন অনলাইন
ঢাকাঃ মানহানি ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে গাজীপুর শহরের ছাত্রলীগের এক নেতার দায়ের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ৬০ জনকে অব্যাহতি দিয়েছেন আদালত। গতকাল বুধবার বিকালে জেলা অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক পাভেল সুইট শুনানি শেষে এ রায় প্রদান করেন।আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালে জেলা শহরের ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম দ্বীপ বাদী হয়ে শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিরূপ মন্তব্য করায় জেলা অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১-এ মামলাটি দায়ের করেন।শুনানিকালে রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন এপিপি মো. মাহবুবুর রহমান এবং বিবাদী পক্ষের আইনজীবী এ্যাড. সহিদুজ্জামান, এ্যড. জাকিরুল ইসলাম, এ্যাড. আরমানসহ অনেক সংখ্যক আইনজীবী।