নিউজ ডেস্ক
টিভি নাইনটিন অনলাইন
ফেনী: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনৈতিক দল হিসাবে বিএনপি বলতে পারে না কে রাজনীতি করবে আর কে করবে না, জনগণ তা ঠিক করবে। তবে যারা লুটপাট করেছে, হত্যা করেছে তাদের শাস্তি দাবি করেছেন, বিএনপি মহাসচিব। তিনি জানান, খুব শিগগিরি বেগম জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন পাঠানো হবে।বুধবার (২০ নভেম্বর) ফেনীর ফুলগাজীতে বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী ও সাধারণ মানুষের মাঝে শিক্ষা উপকরণ ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে মির্জা ফখরুল এ সব কথা বলেন। তিনি বলেন, বেগম খালেদা জিয়া সারাজীবন গণতন্ত্রের জন্য লড়াই করেছেন।মির্জা ফখরুল বলেন, দেশের মানুষকে গণতন্ত্র দিয়েছেন, অথচ আওয়ামী লীগ সরকার তাকে কারাগারে পাঠিয়েছেন। ছয় বছর জেলে থাকলেও বেগম জিয়া মাথা নত করেননি। তাকে সুচিকিৎসা পর্যন্ত দেয়নি।বিএনপি মহাসচিব বলেন, ১৫ বছরের জঞ্জাল সরাতে কাজ করছেন, ডক্টর ইউনুস। তাকে একটু সময় দিলে সব জঞ্জাল শেষ করে একটি নির্বাচন দেবেন বলে মনে করেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর।