বাংলাদেশ ১৭ নভেম্বর ২০২৪

দেশ টিভির এমডি আরিফ হাসান ২ দিনের রিমান্ডে

post

নিউজ ডেস্ক

টিভি নাইনটিন অনলাইন

ঢাকাঃ রাজধানীর বিমানবন্দর থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন ‘অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স’ (অ্যাটকো) এর সাধারণ সম্পাদক আরিফ হাসানের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।আজ (রোববার) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করা হলে মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার সাব-ইন্সপেক্টর আবু সাঈদ তাকে তিন দিনের রিমান্ডে নিতে আবেদন করেন।এ সময় তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করলেও রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধীতা করেন।উভয় পক্ষের শুনানি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা তার জামিন আবেদন নামঞ্জুর করে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।এরআগে শনিবার (১৬ নভেম্বর) রাতে বিদেশে পালিয়ে যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটকে দেয়। পরে খবর পেয়ে বিমানবন্দর থানা পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই উত্তরার স্কলাস্টিকা স্কুলের সামনে গুলিবিদ্ধ হন সজীব। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।এ ঘটনায় সজীবের বাবা বিমানবন্দর থানায় হত্যাচেষ্টার মামলা করেন।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner