নিউজ ডেস্ক
টিভি নাইনটিন অনলাইন
ইসরায়েল: ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসস্থান সিজারিয়া এলাকায় বৃহস্পতিবার রাতে একটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। লেবাননের আল-আহেদ নিউজ ওয়েবসাইটের বরাত দিয়ে ইসরাইলি গণমাধ্যম এ খবর দিয়েছে। খবর ইরনা নিউজের।গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, হিজবুল্লাহর ড্রোন হামলার কারণে ওই বিস্ফোরণ হয়েছে।ইসরাইলের আরও কয়েকটি গণমাধ্যম বলছে, গত অক্টোবরে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর ড্রোন হামলার পর থেকে নেতানিয়াহু একটি ‘সুরক্ষিত বেসমেন্টে’ বাস করছেন।