নিউজ ডেস্ক
টিভি নাইনটিন অনলাইন
ঢাকাঃ সাবেক সংসদ সদস্য (এমপি) হাজী সেলিমের জ্যেষ্ঠ ছেলে ও ঢাকা-৭ আসনের সাবেক এমপি সোলায়মান মোহাম্মদ সেলিমকে হত্যা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার (১৩ নভেম্বর) দিনগত রাত ১টার দিকে রাজধানীর গুলশানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।চকবাজার থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা রেজাউল হোসেন সত্যতা নিশ্চিত করেছেন।তিনি বলেন, হাজী সেলিম ছেলে সাবেক এমপি সোলায়মান মোহাম্মদ সেলিমকে চকবাজার থানার একটি হত্যা মামলায় গুলশান থেকে গ্রেপ্তার করেছি। তাকে আদালতে পাঠানো হচ্ছে।