খেলাধুলা ০৭ নভেম্বর ২০২৪

চার থেকে ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে নেইমার

post

নিউজ ডেস্ক

টিভি নাইনটিন অনলাইন

স্পোর্টস ডেস্কঃ আগামী অন্তত চার থেকে ছয় সপ্তাহের জন্য মাঠ থেকে ছিটকে গেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। স্ক্যান রিপোর্ট অনুযায়ী নেইমারের সৌদি ক্লাব আল-হিলাল সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। ৩২ বছর বয়সী নেইমার সোমবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিট টুর্ণামেন্টে এস্তেগলালের বিরুদ্ধে ৩-০ গোলের জয়ের ম্যাচটিতে দ্বিতীয়ার্ধে বদলী হিসেবে খেলতে নেমেছিলেন। কিন্তু ডান হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাত্র ২৬ মিনিটের মধ্যে আবারও বদলী বেঞ্চে চলে যেতে বাধ্য হন। সালে আকর্ষনীয় চুক্তিতে পিএসজি থেকে সৌদি পেশাদার লিগে পাড়ি জমিয়েছিলেন নেইমার। ডান হাঁটুর অস্ত্রোপচার শেষে দীর্ঘ এক বছরের ইনজুরি কাটিয়ে গত মাসে নেইমার মাঠে ফিরেছিলেন।আল-হিলাল কোচ জর্জ জেসুস সপ্তাহের শুরুতে বলেছিলেন সাম্প্রতিক ইনজুরিতে নেইমারকে অন্তত দুই সপ্তাহ বিশ্রামে থাকতে হবে। আল-হিলালের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে বলা হয়েছে, ‘নেইমার এখন চিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকবেন। পুরোপুরি সুস্থ হতে অন্তত চার থেকে ছয় সপ্তাহ সময় লাগবে।’সৌদি লিগের বর্তমান চ্যাম্পিয়ন আল-হিলাল এখনও চলতি পেশাদার লিগে নেইমারকে নিবন্ধিত করেনি। গতমাস থেকে পেশাদার লিগের নতুন মৌসুম শুরু হয়েছে।যদিও বার্সেলেনোর সাবেক এই সুপারস্টার একজন তালিকাভূক্ত খেলোয়াড় হিসেবে এশিয়ান সর্ববৃহৎ ক্লাব টুর্নামেন্ট এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিটে খেলার সুযোগ পেয়েছেন।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner