শীর্ষ খবর ০৭ নভেম্বর ২০২৪

বিপ্লব ও সংহতি দিবস : নেতাকর্মীর ঢল নেমেছে জিয়ার সমাধিতে

post

নিউজ ডেস্ক

টিভি নাইনটিন অনলাইন

ঢাকাঃ জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে নেতাকর্মীদের ঢল নেমেছে।বৃহস্পতিবার (০৭ নভেম্বর) সকাল ১১টায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। দিবসটি উপলক্ষে সকাল থেকে ঢাকা মহানগর বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে শেরে বাংলা নগরের বিভিন্ন সড়কে অবস্থান নেন। একই সঙ্গে ঢাকার আশেপাশের বিভিন্ন জেলা থেকে বাসে করেও নেতাকর্মীরা জড়ো হতে থাকেন।এদিকে বিপুল সংখ্যক নেতাকর্মীর ভিড়ে তেজগাঁও, বিজয় সরণি, ফার্মগেট, আগারগাঁও, মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় যানবাহনের চাপ বেড়েছে। বিজয় সরণি মোড়ে দায়িত্বরত ট্রাফিক পুলিশ জানান, জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে জিয়া উদ্যানে বিএনপির প্রোগ্রামে বিভিন্ন স্থান থেকে লোকজন আসায় রাস্তায় চাপ বেড়েছে। 

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner