নিউজ ডেস্ক
টিভি নাইনটিন অনলাইন
ঢাকাঃ বিএনপি’র ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ সৃষ্টির লক্ষ্যে অন্তর্বর্তী সরকারকে সহায়তা করার জন্য দলীয় নেতা-কর্মীদের প্রতি আহবান জানিয়েছেন।তিনি বলেন, ‘পতিত স্বৈরাচার শেখ হাসিনা ও আওয়ামী লীগের দুঃশাসনের স্মৃতি মাথায় রেখে নতুন দেশ গড়ার স্বপ্ন নিয়ে রাজনীতি করতে হবে। শেখ হাসিনা ছাত্র-জনতার আন্দোলন থামাতে গণহত্যা চালিয়েছে। এজন্য জনগণ তাকে ক্ষমা করবে না। আগামীতে দুঃশাসনের রাজনীতি থাকবে না। কারণ এদেশের মানুষ আজ ঐক্যবদ্ধ। তারাই তাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে ক্ষমতায় আনবে ইনশাল্লাহ।’শামসুজ্জামান দুদু আজ শনিবার বিকালে ঝিনাইদহ-২ আসনের সাবেক সাংসদ, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টামন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা মসিউর রহমানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। ঝিনাইদহ জেলা বিএনপি’র উদ্যোগে স্থানীয় প্রেসক্লাব চত্বরে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।জেলা বিএনপি’র সভাপতি এ্যাডভোকেট এমএ মজিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনার সঞ্চালনায় এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু, জেলা বিএনপির সহ-সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ^াস বক্তৃতা করেন।ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলের সমালোচনা করে শামসুজ্জামান দুদু বলেন, ‘১৯৭২ সাল থেকে ৭৫ পর্যন্ত শেখ মুজিব তার রাজনৈতিক বিরোধীদের নির্বিচারে হত্যা করেছিল।অন্ততঃ ৪০ হাজার মানুষকে হত্যা করেছিল রক্ষীবাহিনী। শেখ হাসিনাও তার বাবার মতো মানুষ হত্যা করে ক্ষমতায় চিরদিন থাকার দুঃস্বপ্ন দেখেছিল। শেখ হাসিনা দীর্ঘ ১৬ বছরে কয়েক হাজার রাজনৈতিক নেতাকর্মীকে হত্যা-গুম করেছে।ছাত্র-জনতার আত্মত্যাগ স্মরণ করে তিনি বলেন, ‘শেখ হাসিনা ভেবেছিল তার কখনো পতন হবে না। দেশের লাখ-লাখ কোটি-টাকা লুটপাট করে বিদেশে বেগমপাড়া বানিয়েছে শেখ হাসিনা ও তার সাঙ্গপাঙ্গরা। বেগম খালেদা জিয়া বলেছিলেন, হাসিনা দেশটাকে ধ্বংস করে একদিন পালাবে। হাসিনা চোরের মতোই পালিয়ে গেছে।তিনি বলেন, ‘মসিউর রহমান আধুনিক ঝিনাইদহ গড়ার কারিগর। তিনি উন্নয়নে যেমন এগিয়ে ছিলেন, রাজনীতিতেও তিনি ছিলেন সেরা। মসিউর রহমান সংসদে বক্তব্য দিলে মানুষ তা মন দিয়ে শুনতেন।নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে শামসুজ্জামান দুদু বলেন, ‘আগামী নির্বাচনে তারেক রহমানকে বিজয়ী করতে হলে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। বর্তমান অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে হবে।’