শীর্ষ খবর ৩১ অক্টোবর ২০২৪

ডিজেল-কেরোসিনের দাম কমলো

post

নিউজ ডেস্ক

টিভি নাইনটিন অনলাইন

ঢাকাঃ বিশ্ব বাজারের সঙ্গে মিল রেখে দেশে ডিজেল ও কেরোসিন তেলের দাম কমিয়ে সমন্বয় করেছে সরকার।বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস/বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে প্রতিমাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করা হবে।  সেই লক্ষ্যে প্রাইসিং ফর্মুলার আলোকে নভেম্বর মাসের জন্য ডিজেলের বিক্রয়মূল্য প্রতি লিটার ১০৫.৫০ টাকা থেকে ০.৫০ টাকা কমিয়ে ১০৫ টাকা, কেরোসিন ১০৫.৫০ টাকা হতে ০.৫০ টাকা কমিয়ে ১০৫ টাকা নির্ধারণ করা হয়েছে।পাশাপাশি অকটেন ১২৫ ও পেট্রোল ১২১ টাকায় অপরিবর্তিত রেখেই দাম পুনর্নির্ধারণ করা হয়েছে।বৃহস্পতিবার (১ নভেম্বর) রাত থেকেই নতুন এ দাম কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়। 

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner