নিউজ ডেস্ক
টিভি নাইনটিন অনলাইন
ঢাকাঃ বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশনের (বিমসটেক) মহাসচিব ইন্দ্র মণি পান্ডে বলেছেন, স্থগিত হওয়া ৬ষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনের তারিখ পুনঃনির্ধারণের প্রচেষ্টা চলছে।মহাসচিব আরো জানান, ব্লকের সিনিয়র কর্মকর্তাদের সভা (এসওএম) আগামী ১৯ ডিসেম্বর তারিখে ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।আজ এখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মহাসচিব ২৮ অক্টোবর সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন।পররাষ্ট্র সচিবের সাথে এ প্রথম বৈঠকে মহাসচিব বিমসটেক কাঠামোর সর্বশেষ পরিস্থিতিসহ বিমসটেকের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে পররাষ্ট্র সচিবকে অবহিত করেন।বিমসটেক মহাসচিব স্বীকার করেন যে বিমসটেক প্রক্রিয়া এগিয়ে নিতে বাংলাদেশ মুখ্য ভূমিকা পালন করছে।মহাসচিব জানান, বাংলাদেশ বিমসটেকের বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন খাতের প্রধান দেশ এবং ফ্রেমওয়ার্ক চুক্তি চূড়ান্ত করছে।বিমসটেক ফ্রি ট্রেড এরিয়াতে (বিএফটিএ) প্রাসঙ্গিক চুক্তি চূড়ান্ত হয়ে গেলে এটি আন্তঃআঞ্চলিক বাণিজ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।এ প্রসঙ্গে পররাষ্ট্র সচিব পুনর্ব্যক্ত করেন যে বিমসটেক এফটিএ চূড়ান্ত করার জন্য বাণিজ্য সুবিধা, শুল্ক সহযোগিতা, ও মূলবিধি সম্পর্কিত ওয়ার্কিং গ্রুপের বৈঠকের আয়োজন করার জন্য বাংলাদেশের প্রস্তাব বহাল রয়েছে।পররাষ্ট্র সচিব ২০২২ সালে কলম্বোতে অনুষ্ঠিত ৫ম বিমসটেক শীর্ষ সম্মেলনে পরিবহন সংযোগের জন্য বিমসটেক মাস্টার প্ল্যান গৃহীত হওয়ায় তার সন্তোষ প্রকাশ করেন এবং একটি নির্দিষ্ট সময়ের মধ্যে বিমসটেক মাস্টার প্ল্যান বাস্তবায়নের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।পররাষ্ট্র সচিব ও মহাসচিব বিমসটেক চেম্বার অব কমার্সের প্রাথমিক গঠনের গুরুত্বের ওপর জোর দেন।পররাষ্ট্র সচিব মহাসচিবকে বলেন, বাংলাদেশ বিমসটেকের চেয়ার হিসেবে দায়িত্ব নিতে আগ্রহী এবং সংগঠনটিকে পুনরুজ্জীবিত করতে সক্রিয় ভূমিকা পালন করতে প্রস্তুত রয়েছে।পররাষ্ট্র সচিব বিমসটেক সচিবালয়ের দায়িত্ব পালনের জন্য বাংলাদেশের মহাসচিবকে পূর্ণ সহায়তার আশ্বাস দেন।