শীর্ষ খবর ১৮ অক্টোবর ২০২৪

চব্বিশ’র গণআন্দোলনে নরসিংদী জেলার শহিদদের পরিবারের পাশে তারেক রহমান

post

নিউজ ডেস্ক

টিভি নাইনটিন অনলাইন

ঢাকাঃ চব্বিশ’র জুলাই-আগস্টে শিক্ষার্থী-জনতার গণআন্দোলন চলাকালে নরসিংদী জেলায় নিহতদের (শহিদ) পরিবারবর্গের সদস্যদের সাথে ‘আমরা বিএনপি পরিবার’র একটি প্রতিনিধি দল আজ বৃহস্পতিবার সাক্ষাত করেছেন।সাক্ষাতকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’র প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উল্লেখিত সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পক্ষ থেকে শহিদ পরিবারের সদসদের প্রতি তাঁর (তারেক রহমান) সহমর্মিতার বার্তা পৌঁছে দেন। বৃহস্পতিবার সকাল ১১টায় ‘আমরা বিএনপি পরিবার’র প্রতিনিধি দলটি প্রথমে গত ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগের ছাত্রসংগঠন ছাত্রলীগের হামলায় নিহত জুনায়েদ আলহাবিবের বাসায় যান এবং তার পরিবারের প্রতি বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহমর্মিতা প্রকাশ করেন।প্রসঙ্গত উল্লেখ্য, জুনায়েদ আল হাবিব গত ২৮ সেপ্টেম্বর ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনীর হামলায় আহত হয়ে টানা ৯ দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ৭ অক্টোবর মারা যান। শহিদ জুনায়েদ ছিলেন বৈষম্য বিরোধী শিক্ষার্থী-জনতার গণআন্দোলনের স্থানীয় সমন্বয়ক ও মরজাল ইউনিয়নের অন্যতম ছাত্রদল কর্মী। একই দিনে বেলা ১২টায় ‘আমরা বিএনপি পরিবার’র প্রতিনিধি দলটি নরসিংদীর রায়পুরা উপজেলায় ‘মরজাল ইউনিয়ন বিএনপি অফিস সংলগ্ন এলাকায় ‘ছাত্র-জনতার গণআন্দোলন’ চলাকালে শহিদ রাহাত, হাসান ও রুস্তমের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেন।বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, বিএনপি’র যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপি’র আহবায়ক খায়রুল কবির খোকন, ‘আমরা বিএনপি পরিবার’র উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, নরসিংদী জেলা বিএনপি’র সদস্য সচিব মঞ্জুর এলাহি, ‘আমরা বিএনপি পরিবার’র আহবায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমন এ সময় উপস্থিত ছিলেন।পরে, বিকেল ৩টায় ‘আমরা বিএনপি পরিবার’র প্রতিনিধি দলটি ছাত্র-জনতার গণআন্দলোনে শহিদ শিক্ষার্থী তাহমিদ তামিম’র (১৫) পরিবারের সাথে সাক্ষাৎ করতে নরসিংদী সদর উপজেলার চিনিশপুরে তার বাড়িতে যান। সাক্ষাৎকালে নেতৃবৃন্দ তাহমিদ তামিম’র পরিবারের প্রতি তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেন।এছাড়াও, নরসিংদীর শিবপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান চলাকালে পুলিশের গুলিতে নিহত (শহিদ) সিয়াম’র কবর জেয়ারত ও দোয়া করেছে ‘আমরা বিএনপি পরিবার’।মৌলভীবাজার বিএনপি’র উপদেষ্টা ও কাতার বিএনপি’র সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু, ‘আমরা বিএনপি পরিবার’র সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, ফরহাদ আলী সজিব, শাহাদত হোসেন, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হাবিবুল বাশার, যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, হাসানুর রহমান, ছাত্রদল নেতা শারিফুল ইসলাম, মশিউর রহমান মহান, মিজবাহ, নরসিংদী জেলা যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎ, জেলা ছাত্রদলের সভাপতি ছিদ্দিকুর রহমান নাহিদ, এ জেলার ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রউফ রনিসহ জেলা, উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner