শীর্ষ খবর ১৬ অক্টোবর ২০২৪

আট জাতীয় দিবস বাতিল প্রসঙ্গে যা বললেন উপদেষ্টা নাহিদ

post

নিউজ ডেস্ক

টিভি নাইনটিন অনলাইন

ঢাকাঃ ৭ মার্চ গুরুত্বপূর্ণ, তবে জাতীয় দিবসের  মতো গুরুত্বপূর্ণ নয় বলে উল্লেখ করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম।বুধবার (১৬ অক্টোবর ) দুপুরে সচিবালয়ে আট জাতীয় দিবস বাতিল প্রসঙ্গে তিনি এ কথা বলেন।নাহিদ ইসলাম বলেন, বঙ্গবন্ধুকে জাতির পিতা মনে করে আওয়ামী লীগ। এ দেশের, এ ভূখণ্ডের জন্য অনেক মানুষের অবদান আছে। যেসব জাতীয় দিবস বাতিল করা হচ্ছে, সেগুলো আওয়ামী লীগ চাপিয়ে দিয়েছিল। সরকার মনে করেছে সেগুলো অগুরুত্বপূর্ণ, তাই বাতিল করা হচ্ছে।তথ্য উপদেষ্টা বলেন, ৭ মার্চ গুরুত্বপূর্ণ হলেও তা জাতীয় দিবসের গুরুত্ব পায় না। আরও কোনো দিবস বাতিলের প্রয়োজন মনে হলে করা হবে।এছাড়া জুলাই অভ্যুত্থানের গুরুত্ব হিসেবে কোনো কোনো দিবস প্রতিষ্ঠিত করা হবে বলেও জানান তিনি। 

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner