আন্তর্জাতিক ১৪ অক্টোবর ২০২৪

ইরানের বিরুদ্ধে হামলায় ভূখণ্ড ব্যবহার করতে দেবে না ইরাক

post

নিউজ ডেস্ক

টিভি নাইনটিন অনলাইন

ইরাক:  ইরানের বিরুদ্ধে হামলায় ইরাক তার ভূখণ্ড ব্যবহার করতে দেবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আব্দুল লতিফ জামাল রশিদ।তিনি বলেছেন, তার দেশ ইরানসহ প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে হামলার জন্য ‘লঞ্চ প্যাড’হিসেবে ব্যবহৃত হবে না।  সোমবার (১৪ অক্টোবর) ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহের নিউজ এজেন্সি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।খবরে বলা হয়, রবিবার (১৩ অক্টোবর) বাগদাদে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠকে ইরানে সম্ভাব্য হামলার প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন জামাল রশিদ। তেহরানকে আশ্বস্ত করে ইরাকি প্রেসিডেন্ট বলেছেন, ইরানের বিরুদ্ধে হামলায় ইরাক তার ভূখণ্ড কাউকে ব্যবহার করার সুযোগ দেবে না।প্রতিবেদনে বলা হয়, ইরাকের প্রেসিডেন্ট লেবাননে এবং গাজা উপত্যকায় ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে যুদ্ধ বন্ধে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner