সবার আগে ভ্যাকসিন নিলেন সৌম্য, এরপর তামিম
2021-02-18 09:25:43
২৩ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ দল। যাওয়ার আগে আজ (বৃহস্পতিবার) ও আগামীকাল (শুক্রবার) ক্রিকেটারদের দেওয়া হবে করোনাভাইরাস টিকা। রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে সকালে শুরু হওয়া এই কার্যক্রমে সবার আগে টিকা নিয়েছেন সৌম্য সরকার। এরপর নিয়েছেন তামিম ইকবাল।টিকা নিতে সকাল ১০টা থেকেই জাতীয় দলের কোচিং স্টাফ ও ক্রিকেটাররা হাসপাতালে আসতে শুরু করেন। জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো, পেস বোলিং কোচ ওটিস গিবসন, ব্যাটিং কোচ জন লুইস, ফিজিও জুলিয়ান ক্যালেফাতে, ফিল্ডিং কোচ রায়ান কুক ও ট্রেনার নিকোলাস ট্রেভর লিও ভ্যাকসিন নিতে হাসপাতালে এসেছেন।ওয়ানডে অধিনায়ক তামিম স্ত্রীসহ টিকা নিতে এসেছেন। এছাড়া ছিলেন দুই তরুণ ক্রিকেটার নাসুম আহমেদ ও নাঈম শেখ। তাদের সঙ্গে হাসপাতালে সস্ত্রীক প্রবেশ করেন সৌম্য। কিছুক্ষণ পর আসেন মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদ।টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ ও মুশফিকুর রহিমকে অবশ্য দেখা যায়নি। তবে আজ ছাড়াও আরও একদিন ভ্যাকসিন নেওয়ার সুযোগ রয়েছে। বাকিরা আজ না নিতে পারলে শুক্রবার নিতে পারবেন।
শুরুতে বেশ কয়েকজন ক্রিকেটার করোনা ভ্যাকসিন নিতে আগ্রহী ছিলেন না। তবে বিসিবি সূত্রে জানা গেছে, তারাও এখন টিকা নেবেন।
ক্রিকেটাররা ছাড়াও বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস, প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী, অপারেশনস ম্যানেজার সাব্বির খান ও প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী কুর্মিটোলা হাসপাতালে ছিলেন। সব মিলিয়ে প্রথম দিন ২৮ জনকে ভ্যাকসিন দেওয়া হবে। বাকিরা শুক্রবার নেবেন। তবে কেউ ভ্যাকসিন না নিতে চাইলে সেই সুযোগও আছে।বিসিবির তথ্যমতে, নিউজিল্যান্ড সফরের আগে দেওয়া হবে প্রথম ডোজ। আর দ্বিতীয় ডোজ দেওয়া হবে সিরিজ শেষে দেশে ফেরার পর। তবে টিকা নেওয়ার ক্ষেত্রে কোনও ক্রিকেটারকে বাধ্য করা হবে না। দুই দিন আগে বিসিবি সভাপতি নাজমুল হাসান নিজে টিকা নিতে গিয়ে সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছিলেন বিষয়টি, ‘ক্রিকেটারদের বেলায় টিকা নেওয়া বাধ্যতামূলক করা হচ্ছে না। যে খুশি নিতে পারে। নিউজিল্যান্ড যেতে অনেকেই টিকা নিচ্ছে, কেউ কেউ নিচ্ছে না।’২৩ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের উদ্দেশে উড়াল দেবে বাংলাদেশ দল। এই সফরে কিউইদের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে তামিম-মাহমুদউল্লাহরা। নিউজিল্যান্ডে পৌঁছে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে তাদের। এরপর ২০ মার্চ ডানেডিনের প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে বাংলাদেশের মাঠের লড়াই।