রোমে পুলিশের হাতে ইয়াবা সহ দুই বাংলাদেশী আটক
2021-02-07 03:48:09
টিভি নাইনটিন লন্ডন ডেস্ক : ইতালির রাজধানী রোমের পুলিশ ইয়াবা সহ দুই বাংলাদেশীকে আটক করেছে৷ রোমস্থ ফিউমিচিনো আন্তর্জাতিক বিমান বন্দরে এ ঘটনা ঘটে। ইতালিয়ান সংবাদপত্র "রিপোর্ট ডিফেসা" তে গত ৫ ফেব্রুয়ারী প্রকাশিত খবরের সূত্রে ধরে জানা যায় বাংলাদেশের এই দুই নাগরিক ঢাকা থেকে রোমে এসেছেন।
বিমানবন্দর থেকে যাত্রীরা গাড়িতে উঠে রোমের দিকে রওনা হলে, সন্দেহবসত তাদের লাগেজ চেক করা হয়। এসময় সেখান থেকে পাঁচ হাজার ১০০ পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয় কর্তব্যরতরা ।পুলিশের কাছে তাদের দেয়া তথ্য অনুযায়ী একটি বাসায় পরবর্তীতে অভিযান পরিচালনা করে আইনশৃঙ্খলাবাহিনী।সেখান থেকে আরো ৫০০ পিস ইয়াবা উদ্ধার হয় ।
জব্দ করা এসব ইয়াবার বর্তমান বাজার মূল্য ৩০ হাজার ইউরো হতে পারে বলে পুলিশ সূত্রে জানা গেছে ।গ্রেপ্তার হওয়া ঐ দুই বাংলাদেশিকে লাত্তিনা কারাগারে প্রেরন করা হয়েছে৷ ।এ রিপোর্ট লেখা পর্যন্ত আটক ঐ দুই বাংলাদেশির নাম পরিচয় প্রকাশ করেনি ইতালি প্রশাসন।