দেশ মাফিয়াদের নিয়ন্ত্রণে : রিজভী
2021-02-05 09:27:45
নিউজ ডেস্ক
টিভি নাইনটিন
ঢাকাঃ দেশ এখন মাফিয়াদের নিয়ন্ত্রণে চলে গেছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।শুক্রবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর শান্তিনগর এলাকায় স্বেচ্ছাসেবক দল আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে তিনি এ দাবি করেন। রুহুল কবির রিজভী বলেন, আইন-আদালত সবকিছু চলছে তাদের (মাফিয়াদের) নির্দেশে।তিনি বলেন, আদালতকে কব্জায় নিয়ে তারা যা খুশি তাই করছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত তাকে মিথ্যা মামলায় সাজা দেয়া হয়েছে।