চেক জালিয়াতি মামলায় মির্জাপুরে যুবলীগ সভাপতি গ্রেপ্তার
2021-02-04 17:44:27
চেক জালিয়াতি মামলায় টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলার বানাইল ইউনিয়ন যুবলীগ শাখার সভাপতি রেজাউল ইসলাম ওরফে মাখনকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার রাতে উপজেলার ভররা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় । আটক রেজাউল ইসলাম ওই গ্রামের সবুর মিয়ার ছেলে।পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত রেজাউল ইসলামের নামে টাঙ্গাইলের দেলদুয়ার থানায় চেক জালিয়াতির দুটি মামলা হয়। মামলা দুটির মধ্যে একটিতে হাজিরা না দেওয়ায় তার নামে ওয়ারেন্ট ইস্যু হয়। অপর একটি মামলায় তিনি দণ্ড প্রাপ্ত হয়েছেন।বৃহস্পতিবার সকালে গ্রেপ্তারকৃত রেজাউল ইসলামকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিজাউল হক।