করোনা মহামারি থেকে মুক্তির পথ দেখাচ্ছে অক্সফোর্ডের টিকা: ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী
2021-02-04 03:02:00
অক্সফোর্ড-আস্ট্রাজেনেকার উদ্ভাবিত টিকা করোনা ভাইরাসের (কোভিড-১৯) এর সংক্রমণ কমাতে ভালো কাজ করছে। ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক বলেছেন, টিকা করোনা মহামারি থেকে মুক্তির পথ দেখাচ্ছে। গতকাল বুধবার বিবিসির এক খবরে বলা হয়েছে, প্রথম বারের মতো সংক্রমণ কমানোর লক্ষণ দেখিয়েছে এই টিকা।
গবেষণা প্রতিবেদনটি এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। কিন্তু গবেষণার ফলাফলে দেখা গেছে, করোনার সংক্রমণ কমাতে এই টিকার ভালো কার্যকারিতা রয়েছে। এর অর্থ যারা এই টিকা নিচ্ছেন পরোক্ষভাবে তারা অন্য মানুষদেরও রক্ষা করছেন। এক টুইট বার্তায় হ্যানকক বলেন, এ গবেষণার ফল চমত্কার এবং খুবই উত্সাহব্যাঞ্জক। গতকাল বিবিসিকে তিনি বলেন, এই টিকা মহামারি থেকে মুক্তি পেতে সহায়তা করতে পারে। এখন পর্যন্ত ১ কোটির বেশি ব্রিটিশ নাগরিককে টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে। প্রতিটি টিকা আমাদের একটু একটু করে নিরাপদ করছে।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণা অনুযায়ী তাদের টিকার প্রথম ডোজ পরবর্তী তিন মাস করোনা থেকে ৭৬ শতাংশ সুরক্ষা দিচ্ছে।
ইত্তেফাক