করোনাভাইরাসের চিকিৎসায় অভিনব উপায়ে অর্থ সংগ্রহ করে আলোচিত শতবর্ষী ব্রিটিশ সৈনিক টম মুর মারা গেছেন
2021-02-02 17:59:54
যুক্তরাজ্যের সাবেক প্রবীণ সেনা কর্মকর্তা, লকডাউনের সময় যিনি হেঁটে হেঁটে স্বাস্থ্যকর্মীদের জন্য বিপুল অঙ্কের অর্থ সংগ্রহ করে পরিণত হয়েছিলেন জাতীয় প্রতীকে সেই টম মুর আর নেই।সম্প্রতি কয়েকসপ্তাহ ধরে নিউমোনিয়ায় ভুগছিলেন টম মুর। গত সপ্তাহে তার করোনাভাইরাসও পজিটিভ আসে।৩১ জানুয়ারিতে টমকে হাসপাতালে ভর্তির কথা টুইটারে জানিয়েছিলেন তার মেয়ে। মঙ্গলবার হাসপাতালেই তিনি মারা যান বলে জানিয়েছে বিবিসি। তার বয়স হয়েছিল ১০০ বছর।যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিসস জনসন টম মুরকে সত্যিকার অর্থেই বিশ্বের ‘বীর’ বলে বর্ণনা করেছেন।