বিনা অপরাধে পাঁচ বছর কারাবাস অবশেষে মুক্তি পেলেন আরমান
2021-01-21 10:03:04
নির্দোষ হয়েও প্রায় পাঁচ বছর কারাভোগ করার পর মুক্তি পেয়েছে আরমান। হাইকোর্টের নির্দেশে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি দেওয়া হয় তাকে।আজ বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বিনাদোষে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি হিসেবে প্রায় পাঁচ বছর কারাভোগ করার পর রাজধানীর পল্লবীর বেনারসি পল্লীর কারিগর আরমানকে হাইকোর্টের নির্দেশে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি দেয়া হয়েছে।কাশিমপুর কারাগার থেকে বেলা ১২টা ৩০ মিনিটের সময় মুক্তি পান আরমান। এসময় কারাকর্তৃপক্ষ মায়ের হাতে তুলে দেন আরমানকে। মুক্ত আরমানকে কাছে পেয়ে বারবারই জ্ঞান হারাচ্ছিলেন মা বানু। আনন্দ যেনো বাঁধ মানছিল না কারোরই। গতকাল জেল কর্তৃপক্ষের কাছে আরমানের মুক্তির কাগজপত্র আসার পর যাচাই-বাছাই শেষে আজ দুপুরে তাকে মুক্তি দেয়া হয়।প্রসঙ্গত, নামের সাথে মিল থাকায় মাদক মামলায় সাহাবুদ্দিন ওরফে আরমানের জায়গায় পল্লবীর এই আরমানকে গ্রেফতার করে পুলিশ। নির্দোষ হয়েও ওই মামলায় আরমানের ১০ বছর জেল হয়।