যানবাহনের ফিটনেস নবায়নে সময় বাড়ল
2021-01-03 09:42:43
জরিমানা ছাড়া যানবাহনের রুট পারমিট, ফিটনেস, ড্রাইভিং লাইসেন্স ও ট্যাক্স টোকেন নবায়নের বর্ধিত সময়সীমা আবারও বাড়ানো হয়েছে। চলতি বছরের ৩০ জুন পর্যন্ত এ সময়সীমা বাড়ানো হয়।জরিমানা মওকুফ সংক্রান্ত এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে রোববার (৩ জানুয়ারি) এ তথ্য জানানো হয়। গত ৩১ ডিসেম্বর বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আগামী ৩০/০৬/২০২১ পর্যন্ত নবায়নের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। গাড়ির কাগজপত্র (ফিটনেস, ট্যাক্স টোকেন ও রুট পারমিট) এবং ড্রাইভিং লাইসেন্স এর জরিমানাব্যতীত মূল কর/ফি জমা প্রদানপূর্বক গাড়ির কাগজপত্র হালনাগাদ করার জন্য সুযোগ প্রদান করা হলো’।বিআরটিএ কর্তৃপক্ষ অনুরোধ করেছেন, আগামী ৩০ জুন ২০২১ তারিখ পর্যন্ত জরিমানা মওকুফের সুযোগ গ্রহণ করে, মোটরযান মালিক ও ড্রাইভিং লাইসেন্সধারীকে কাগজপত্র হালনাগাদ করার জন্য অনুরোধ করা হলো।বিজ্ঞপ্তিতে সংস্থাটি আরও বলা হয়েছে, আগামীতে খেলাপি মোটরযান মালিকদের আর কোনও সুযোগ দেওয়া হবে না।