রাজধানীতে সড়ক দুর্ঘটনায় গুলশান থানার এসআই নিহত
2020-12-31 09:45:24
তদন্তের কাজে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হলেন রাজধানীর গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম (৩৩)। রাজধানীর বিমানবন্দর এলাকায় বুধবার (৩০ ডিসেম্বর) রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেছেন এয়ারপোর্ট থানার এসআই মশিউল আলম। তিনি জানান, বুধবার রাতে মোটরসাইকেলে করে তদন্তের কাজে এয়ারপোর্ট এলাকায় গিয়েছিলেন এসআই কামরুল। সেখানেই রাত ১১টার দিকে অজ্ঞাত এক গাড়ি মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এরপর ওই ঘাতক গাড়ির চালক দ্রুত গতিতে গাড়ি চালিয়ে পালিয়ে যায়।সিসিটিভি ক্যামেরার ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে তথ্য নিয়ে সেই ঘাতক গাড়িটি শনাক্তের চেষ্টা করছে পুলিশ। এসআই কামরুলের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন এসআই মশিউল আলম।এসআই কামরুল ইসলাম সপরিবার গুলশান থানার কাছে ভাড়া বাসায় থাকতেন। তার একটি কন্যাসন্তান রয়েছে। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ সদরে।