মানববন্ধন-প্রতিবাদ করে মুক্তির পথ হবে না: গয়েশ্বর
2020-12-31 09:35:19
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘মানববন্ধন বা প্রতিবাদ করে মুক্তির পথ হবে না। আমাদের লড়াই করতে হবে। আজ এই মাস বিজয়ের মাসের শেষ দিন। যে বিজয় নিয়ে গর্ব করি সেই বিজয় কিন্তু লড়াই ছাড়া আসেনি, সংগ্রাম ছাড়া আসেনি ও রক্ত ছাড়া হয়নি।বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নারী ও শিশু অধিকার ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত মানবন্ধনে গয়েশ্বর চন্দ্র রায় এসব কথা বলেন।গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আজ ২০২০ বছরের শেষ দিন। আজও আমাদের কর্মসূচি করতে হচ্ছে। আগামীকাল পহেলা জানুয়ারি ২০২১ সাল। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত যদি প্রতিদিন প্রতিবাদ করি তবুও আজ যা চলছে তা কমবে না। উত্তরোত্তর বৃদ্ধি পাবে। এত ঘটনা ঘটছে, একটি সংগঠন বা চারটি সংগঠনও যদি নানা স্থানে প্রতিবাদ করে তাহলেও সবার কথা বলা যায় না।’সংগঠনের সদস্য সচিব অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর পরিচালনায় আরো বক্তব্য দেন বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক সরফত আলী সপু প্রমুখ।