বিএমএল সভাপতি এইচ এম কামরুজ্জামান আর নেই
2020-12-29 09:30:47
২০ দলীয় জোটের শীর্ষনেতা, বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএলের সাবেক সভাপতি, পূর্ব-পাকিস্তানের গভর্নর আব্দুল মোনায়েম খানের দ্বিতীয় পুত্র এইচ এম কামরুজ্জামান খান খসরু সোমবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি দুই কন্যা, দুই পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।মঙ্গলবার বাদ জোহর বনানী কবরস্থানের পার্শ্বে অবস্থিত পারিবারিক মসজিদে তার নামাজে জানাজা শেষে দাফন করা হবে।