ব্রিটেন থেকে এলেই ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন
2020-12-28 12:09:52
যুক্তরাজ্যে নতুন ধরনের করোনা ভাইরাসের বিস্তার লাভ করেছে। ফলে ওই দেশ থেকে যারা ফিরবে, তাদের জন্য ১৪ দিনের কোয়ারেন্টিন বাধ্যতামূলক করেছে সরকার। সোমবার (২৮ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল বৈঠকে এ অনুশাসন দেয়া হয় বলে বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন।আনোয়ারুল ইসলাম জানান, লন্ডন থেকে দেশে এলেই ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। দিয়াবাড়ি হজক্যাম্পে প্রতিষ্ঠানিক কোয়ারেন্টাইন রয়েছে, সেখানে ১৪ দিন থাকতে হবে। কারও যদি করোনা নেগেটিভের রির্পোটও থাকে, তারপরেও বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে বলেও তিনি জানিয়েছেন। এছাড়া লন্ডন থেকে যারা আসবে, তাদের কবে থেকে কোয়ারেন্টাইনে থাকতে হবে, এ বিষয়ে আজ রাতের বৈঠকের পর সিদ্ধান্ত জানানো হবে বলে জানান তিনি।তিনি বলেন, কেউ লন্ডন থেকে সিলেটে, চট্টগ্রামে বা ঢাকায় ফিরলেই তাকে সেসব স্থানেই কোয়ারেন্টাইনে থাকতে হবে। আর এক্ষেত্রে কোয়ারেন্টাইনে থাকার খরচ ব্যক্তিকেই বহন করতে হবে।