কালশী বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
2020-12-21 10:38:36
রাজধানীর মিরপুরে তালতলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। এখনও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।সোমবার (২১ ডিসেম্বর) দুপুরের দিকে নাভানা টাওয়ারের পাশের ওই বস্তিতে আগুন লাগে বলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা লিমা খানম জানিয়েছেন।লিমা খানম বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে গেছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি।তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।