ফেন্সিডিলসহ রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আটক
2020-12-18 17:58:46
রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী নুরুজ্জামান ৬৫ বোতল ফেন্সিডিলসহ আটক।শুক্রবার মহানন্দা নদীর টোল প্লাজা থেকে সরকারি গাড়িসহ তাকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানান, নুরুজ্জামান দীর্ঘদিন ধরে সরকারি গাড়িতে মাদক পাচার করে আসছিলো--এমন তথ্যে ভিত্তিতে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। রাত সোয়া নয়টার দিকে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীর টোলপ্লাজায় তার গাড়িতে তল্লাশি চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।এসময় তার গাড়ি থেকে ৬৫ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়। তার সরকারি গাড়িটিও জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানা গেছে।