শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত স্মৃতিসৌধ
2020-12-15 09:41:24
বিজয়ের ৪৯ বছরে শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। আনুষ্ঠানিকতার সব প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন করেছে গণপূর্ত বিভাগ। নিশ্চিদ্র নিরাপত্তায় বিজয় দিবস উদযাপনে প্রস্তুত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও।নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পরাধীনতার শেকল ভেঙ্গে বিশ্ব মানচিত্রে জায়গা করে নেয় বাঙ্গালি জাতির লাল-সবুজের পতাকা। আত্মপ্রকাশ করে বাংলাদেশ নামের রাষ্ট্র। বিজয় দিবস উদযাপনে এদিন মেতে উঠে পুরো জাতি।আনুষ্ঠানিকতা শুরু হয় সাভারের জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানানোর মাধ্যমে। এবার রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী স্মৃতিসৌধে না এলেও মন্ত্রিপরিষদ, কূটনীতিকসহ শ্রদ্ধা নিবেদন করবেন সব শ্রেণি-পেশার মানুষ। অতিথিদের স্বাগত জানাতে প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ।পুরো স্মৃতিসৌধে স্থাপন করা হয়েছে বেশ কয়েকটি ক্লোজ সার্কিট ক্যামেরা। রাষ্ট্রীয় গার্ড অব অনারের মহড়াও শেষ করেছে তিন বাহিনীর চৌকস দল। ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিভিন্ন ধরনের পদক্ষেপ। মাসের শুরু থেকেই সৌন্দর্য বর্ধনে কাজ শুরু করে ধোয়া-মোছার মাধ্যমে তা শেষ হয়েছে।গণপূর্ত বিভাগের পক্ষ থেকেও যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে।নিরাপত্তা নিশ্চিতে সাভার ও আশপাশের এলাকায় তল্লাশি চালানো হবে বলে জানান, ঢাকার পুলিশ সুপার।সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানানোর আশা করছে সংশ্লিষ্টরা।