ফাইজারের টিকা নিরাপদ ও কার্যকর: যুক্তরাষ্ট্র
2020-12-09 11:15:29
প্রথম ডোজ নেয়ার পর ১০ দিনের মধ্যে কাজ করতে শুরু করে ফাইজার ও বায়োএনটেকের করোনাভাইরাসের টিকা।জরুরিভাবে এ টিকার অনুমোদন দেয়া হবে কিনা; তা নিয়ে চলতি সপ্তাহের একটি বৈঠকের আগে এমন তথ্য দিয়েছে মার্কিন নিয়ন্ত্রক সংস্থা খাদ্য ও ঔষধ প্রশাসন (এফডিএ)।সংস্থাটির একটি নথির বরাতে ফিন্যান্সিয়াল টাইমসের খবরে এমন তথ্য মিলেছে।
মঙ্গলবার তারা এ টিকার ৯৫ শতাংশ গড় কার্যকারিতা নিশ্চিত করেছে। আর পরীক্ষামূলক টিকা নেয়া ৫৫ জনের মধ্যে ৯৩.৮ শতাংশ ফলপ্রসূ দেখা গেছে।ফাইজার-বায়োএনটেকের করোনার টিকা অনুমোদন না দেয়ার ক্ষেত্রে নিরাপত্তাসংক্রান্ত কোনো উদ্বেগ খুঁজে পায়নি এফডিএ। ফলে যুক্তরাষ্ট্রে এই টিকা জরুরি ব্যবহারের জন্য অনুমোদন পাওয়ার পথ সুগম হলো।এফডিএ এখন পর্যন্ত ফাইজার-বায়োএনটেকের করোনার টিকার অনুমোদন দেয়নি। এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিতে আগামীকাল বৃহস্পতিবার বৈঠকে বসছে এফডিএ।ফাইজার-বায়োএনটেকের টিকার মানবদেহে পরীক্ষার ফলাফল যাচাই–বাছাই করে গতকাল এফডিএ প্রাথমিক বিশ্লেষণের তথ্য উপস্থাপন করে। এই প্রথম টিকাটির বিষয়ে এমন মাত্রার বিস্তারিত তথ্য প্রকাশ করা হলো।এফডিএর তথ্যে বলা হয়, জরুরি ব্যবহারের নির্দেশনাবলিতে থাকা সুপারিশের সঙ্গে টিকাটির ট্রায়ালের তথ্য সামঞ্জস্যপূর্ণ।এফডিএর গতকালের ঘোষণার পর ফাইজার-বায়োএনটেকের টিকা যুক্তরাষ্ট্রে জরুরি অনুমোদন পাওয়ার বিষয়ে আশাবাদ তৈরি হয়েছে।বিশ্বের প্রথম দেশ হিসেবে যুক্তরাজ্য ২ ডিসেম্বর মার্কিন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজারের টিকা জরুরি ভিত্তিতে ব্যবহারের অনুমোদন দেয়। ফাইজারের এই টিকা উদ্ভাবনে সহযোগিতা করেছে জার্মানির প্রতিষ্ঠান বায়োএনটেক।