অভিবাসীদের নৌকা ডুবিয়ে দিচ্ছে গ্রিসের কোস্ট গার্ড
2020-12-07 09:12:53
ইউরোপে অবৈধ উপায়ে প্রবেশ করতে চাওয়া অভিবাসী বহনকারী নৌকা ডুবিয়ে দেওয়ার চেষ্টা করছে গ্রিসের কোস্ট গার্ড বাহিনীর সদস্যরা। শুক্রবার প্রকাশিত এক ভিডিও ফুটেজে এমনটিই দেখা যায়।ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত পেরিয়ে অভিবাসীরা যেন ঢুকতে না পারে, তাই এই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।এই ভিডিওর পর ইজিয়ান সাগরে অভিবাসীদের পুশব্যাকের অভিযোগ আবারো প্রমাণিত হলো। এতে অভিবাসীদের মানবাধিকার লঙ্ঘনের দায়ে ইউরোপিয়ান বর্ডার অ্যান্ড কোস্ট গার্ড এজেন্সির (ফ্রন্টেক্স) ভূমিকার ব্যাপারে প্রশ্ন ওঠায় সংস্থাটির উপর চাপ বাড়ল।
ভিডিওতে দেখা যায়, সঙ্গে শিশু থাকা সত্ত্বেও ইজিয়ান সাগরে ঐ নৌকাগুলোর অভিবাসীদের সাথে অমানবিক আচরণ করছে গ্রিস কোস্ট গার্ডের সদস্যরা। তারা বিপজ্জনকভাবে নৌকাগুলোকে তুরস্কের পানিসীমায় ঢোকানোর চেষ্টা করছিল। তাদের অমানবিক কর্মকাণ্ডে নৌকা ডুবে যাওয়ার উপক্রম হয়। কোস্ট গার্ডরা ডিঙিগুলোতে তীক্ষ লোহার ডান্ডা দিয়ে ফুটো করা দেয়। তারা অভিবাসীদের ভয় দেখাতে ডিঙির আশপাশে গুলিও ছোঁড়ে।ভিডিওতে আরো দেখা যায়, তুর্কি কোস্ট গার্ড ভাসমান অভিবাসীদের উদ্ধার করছে। এসময় গ্রিস কোস্ট গার্ডকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন না করতে অনুরোধ করছে তুর্কি কোস্ট গার্ড।গত মঙ্গলবার ইইউ আইনপ্রণেতারা ফ্রন্টেক্স প্রধান ফাব্রিস লেজেরির প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, সংস্থাটি অভিবাসীদের ইউরোপে ঢুকতে বাঁধা দিচ্ছে এবং গ্রিস কোস্ট গার্ডকে পুশব্যাকে সহায়তা করছে। তারা লেজেরির পদত্যাগ ও নিরপেক্ষ তদন্তের দাবি করেন।লেজেরি বলেন, অভিবাসী ফেরত পাঠানোর ক্ষেত্রে ফ্রন্টেক্স সদস্যদের জড়িত থাকার কোনো প্রমাণ নেই।তিনি বলেন, ইইউ সদস্য দেশগুলো নিজেরাই তাদের পানিসীমা নিয়ন্ত্রণ করে থাকে, ফ্রন্টেক্স করে না। ইউরোপের বহির্সীমায় নজরদারির ব্যাপারে নিয়মকানুন স্পষ্ট হওয়া দরকার বলে তিনি মন্তব্য করেন।সূত্র : ডেইলি সাবাহ