যুক্তরাজ্যে দ্বিতীয়বারের মতো ন্যাশনাল লোকডাউন শুরু হতে যাচ্ছে
2020-10-31 01:56:45
শীতে দেশটিতে ৮৫.০০০ মানুষ মারা যাবার আশঙ্কা
টিভি ১৯ লন্ডন ডেস্ক : ইউরোপের বিভিন্ন দেশের মতো করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ প্রতিনিয়ত ভয়ঙ্কর রূপ ধারণ করছে যুক্তরাজ্যে। প্রতিদিন আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে।বিশেষজ্ঞদের মতে আক্রান্তের লাগাম এক্ষুনি টেনে ধরতে না পারলে শীতে দেশটিতে ৮৫.০০০ মানুষ মারা যেতে পারে। এদিকে পরিস্থিতি সামাল দিতে দ্বিতীয় বারের মতো ন্যাশনাল লকডাউনের কথা ভাবছে যুক্তরাজ্য সরকার। 
গতকাল শুক্রবার সিনিয়র ক্যাবিনেট মিনিস্টারদের সাথে এ সংক্রান্ত এক জরুরি বৈঠক করেছে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। সোমবার সংবাদ সম্মেলন করে জাতিকে বিস্তারিত জানাবেন তিনি। ধারণা করা হচ্ছে সংবাদ সম্মেলনে ডিসেম্বর পর্যন্ত দেশটিকে ন্যাশনাল লকডাউনের আওতায় আনার ঘোষণা আসতে পারে ।