আজ বিজিবি দিবস
2020-12-20 09:38:59
আজ বিজিবি দিবস। সীমান্তের আধা সামরিকবাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা নানা কর্মসূচিতে পিলখানা ও সীমান্তে বিজিবির কার্যালয়ে দিবসটি উদযাপন করছেন।বিজিবি দিবস উপলক্ষে সকাল নয়টায় মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ সাফিনুল ইসলাম পিলখানা সদর দপ্তরে বিজিবির রেজিমেন্টাল পতাকা উত্তোলন করেন। এছাড়াও পিলখানায় ‘সীমান্ত গৌরব’-এ মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক অর্পণ করেন তিনি। করোনাভাইরাস সংক্রমণ জনিত স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় ভার্চুয়াল পদ্ধতিতে বিজিবি দিবস-২০২০ এর বিশেষ দরবার অনুষ্ঠিত হচ্ছে। যেখানে বাংলাদেশের সকল প্রান্ত হতে বিজিবি সদস্যরা যুক্ত হন। দরবার শেষে কৃতিত্বপূর্ণ কাজের জন্য পুরস্কার দেয়া হয়। এছাড়াও দেয়া হবে, শ্রেষ্ঠ কোম্পানি ও বিওপি কমান্ডারদের পুরস্কার এবং মহাপরিচালকের অপারেশনাল ও প্রশাসনিক ইনসিগনিয়াসহ প্রশংসাপত্র। পিলখানায় সকল ইউনিটে কেক কেটে ও প্রীতিভোজের আয়োজন রয়েছে। মাগরিবের নামাজের পর পিলখানায় সকল মসজিদে স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে মিলাদ ও বিশেষ দোয়া করা হবে।